সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাছ ধরা জাল



     মাছ ধরা জাল

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : প্রথমে সকলে হাত ধরে বৃত্ত করে দাঁড়াবে। পরে হাত ছেড়ে দিয়ে ডান দিকে ফিরবে।

বৃত্তের যে কোন এক জায়গায় (বৃত্ত বড় হলে দু’জায়গায়) দু’জনকে মুখোমুখি হয়ে দাঁড়াতে বলবেন। এরা পরস্পর দু’হাত ধরে মাথার উপর জোড়া হাত জালের মত ফাঁক করে রাখবে। খেলা পরিচালক সংকেত দিতেই জাল তৈরি করা খেলোয়াড়রা ছাড়া অন্য সকলে দৌড়াতে শুরু করবে। সকলকেই জালের নিচ দিয়ে যেতে হবে। দৌড়ানো অবস্থায় খেলা পরিচালক হঠাৎ বাঁশি বাজাবেন। এ সময় যারা জালের নিচে থাকবে তাদের জোড়া হাতের ফাঁকে আটকিয়ে ফেলা হবে। পরিচালক পর পর বাঁশি বাজিয়ে মাছ ধরতে সাহায্য করবেন। যারা ধরা পড়বে তারা দু’ দু’জন মিলে নতুন জাল তৈরি করবে। মাছ ধরার জন্য বাঁশির বাজনা খাটো এবং দৌড় শুরু করার জন্য লম্বা হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন