সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

বাগাডুলি



     বাগাডুলি
এ খেলায় হাতের কব্জির নিয়ন্ত্রণ কৌশলের পাশাপাশি ভাগ্যের ওপরও কিছুটা নির্ভর করতে হয়। ফলে খেলায় উত্তেজনা বৃদ্ধি পায় ও ছেলে মেয়েরা প্রচুর আনন্দ লাভ করে।


খেলোয়াড় : ২-৪ জন
সরঞ্জাম : বাগাডুলি বোর্ড, মার্বেল বা গুলি, পেন্সিলের সমান কাঠি, কাগজ ও কলম।
খেলার পদ্ধতি : বাগাডুলি বোর্ডে বিভিন্ন নম্বর সম্বলিত অনেকগুলি ঘর করা থাকে। বোর্ডের ডান দিকে লম্বাটে ঘরে মার্বেল বা গুলি থাকে। কাঠির সাহায্যে ঠেলা দিয়ে মার্বেলগুলোকে বিভিন্ন ঘরে বসানোর চেষ্টা করা হয়। এভাবে প্রাপ্ত নম্বর যোগ করে কাগজে লিখে রাখা হয়। মার্বেল কোন ঘরে প্রবেশ না করলে তা থেকে কোন নম্বর যুক্ত হয় না। মার্বেল যদি বোর্ডের T.A (Try Again) চিহ্নিত ঘরে প্রবেশ করে বা তার কাঁটার দেয়াল ছুঁয়ে যায় তবে খেলোয়াড় পুনরায় চেষ্টা করার একটি সুযোগ পায়।
অন্যদিকে  L.T.P (Lost Total Point) চিহ্নিত ঘরে মার্বেল প্রবেশ করলে সেই দানে খেলোয়াড় তার অর্জিত সমস্ত নম্বর বা পয়েন্ট হারায়।
এভাবে পূর্ব নির্ধারিত দান খেলা সম্পন্ন হলে প্রতিটি খেলোয়াড়ের প্রাপ্ত নম্বর যোগ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন