সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

অ্যাডভান্সড কোর্স শেষে ইনসার্ভিস এসাইনমেন্ট / ট্রেনিং স্টাডি



ডকিউমেন্ট - ৪৩
অ্যাডভান্সড কোর্স শেষে ইনসার্ভিস এসাইনমেন্ট / ট্রেনিং স্টাডি


অ্যাডভান্সড কোর্স শেষে ইনসার্ভিস চলাকালে করণীয়ঃ ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সে সাফল্যের সাথে অংশগ্রহণ শেষে ন্যূনতম ১২ মাস ইনসার্ভিস ট্রেনিং চলাকালে একজন ইউনিট লিডারকে (চার) টি এসাইনমেন্ট স্কাউটার ডাইরিতে সম্পন্ন করতে হবে। এই ডাইরিটি উডব্যাজ পার্চমেন্ট-এর জন্য আবেদনের পূর্বে তাকে আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ)-এর নিকট উপস্থাপন করতে হবে। স্কাউটার ডাইরিটি যাচাই বাছাই করে পরবর্তীতে উডব্যাজ পার্চমেন্ট মঞ্জুরের জন্য সুপারিশ করবেন। জাতীয় কার্যালয় আবেদনকারীর ইন সার্ভিস ফরমের অন্যান্য কার্যক্রমের সাথে ডাইরি সম্পর্কিত সুপারিশটি ও বিবেচনায় আনবে ।

এসাইনমেন্ট : 

স্কাউটার ডাইরি সংরক্ষণ : কাব/স্কাউট/রোভার ইউনিট অ্যাডভান্সড কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার পর নিজ ইউনিট পরিচালনায় যে সব প্রোগ্রাম বাস্তবায়ন করবেন অথবা স্কাউটিং সংক্রান্ত সকল তথ্য স্কাউটার ডাইরিতে সংরক্ষণ করবেন। ডাইরিটি হবে একটি মোটা বাঁধাই খাতা / স্পাইরাল বাইন্ডিং / রিং ফাইল ইত্যাদি।
ক। ডাইরির কভারটি কাব, স্কাউট, রোভারদের পতাকার রঙের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
খ। ডাইরির কভার পৃষ্ঠায় ইউনিট লিডারের নাম, পদবী, ইউনিটের নাম, উপজেলা, জেলা ও অঞ্চলের  নাম উল্লেখ করবেন।
গ। ডাইরির প্রথম পৃষ্ঠার ডান দিকের ওপরে একটি পাসর্পোট সাইজ ছবিসহ ব্যক্তি পরিচিতি হিসেবে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবেঃ
 (১) পুরো নাম (বাংলা ও ইংরেজিতে)              :
  
(২) ইউনিটের নাম ও ঠিকানা                         :
(৩) পিতার/স্বামীর নাম                      :
(৪) জন্ম তারিখ                              :
(৫) জাতীয় পরিচয় পত্রের নম্বর            :
(৬) শিক্ষাগত যোগ্যতা                      :
(৭) বর্তমান ঠিকানা                                    :
(৮) স্থায়ী ঠিকানা                                      :
(৯) মোবাইল নম্বর                                    :
(১০)  পেশার পূর্ণ বিবরণ                              :
(১১) স্কাউট পদমর্যাদা                       :
(১২) বেসিক কোর্সে অংশগ্রহণের পূর্ণ তথ্যাবলি     :

(১৩)  স্কাউট অভিজ্ঞতা :
(ক)     কাব স্কাউট হিসেবে        -        নাই /  আছে  -  বিবরণ-.......................................................
(খ)      স্কাউট হিসেবে    -        নাই /  আছে  -  বিবরণ-.......................................................
(গ)      রোভার স্কাউট হিসেবে - নাই /  আছে  -  বিবরণ-......................................................
(ঘ)      অন্যান্য পদমর্যাদা         -        নাই /  আছে  -  বিবরণ-.......................................................

(১৪) ক্যাম্পিং অভিজ্ঞতা (যদি থাকে ) :
(ক)     দেশে-
(খ)      বিদেশে-

(১৫)  অন্যান্য স্কাউট লিডার ট্রেনিং অভিজ্ঞতা :       আছে  /  নাই-  বিবরণ.................................

(১৬)   অন্যান্য সেবামূলক সংস্থার সাথে কাজের অভিজ্ঞতা : আছে  /  নাই-  বিবরণ-..............
(ক)    পরবর্তী পৃষ্ঠাগুলো থেকে অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণের পর ইউনিট পরিচালনা ও যে কোন স্কাউট কার্যক্রমে  অংশগ্রহণের ধারাবাহিক বর্ণনা নিম্মলিখিত ছক আকারে লিপিবদ্ধ করতে হবে।

ইউনিট পরিচালনা ও স্কাউটিং কার্যক্রমের ধারাবাহিক পূর্ণ বিবরণঃ
          [
ক্রমিক
তারিখ
বিবরণ
মন্তব্য





ক।      ডাইরির ডান পৃষ্ঠায় উপরোক্ত নিয়মানুযায়ী কার্যক্রমের বিবরণ  এবং বাম পৃষ্ঠায় উক্ত কার্যক্রমে ছবি, পেপার কাটিং , সনদের ফটোকপি, অংকিত চিত্র, স্কেচ , সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে সংরক্ষণ করা যাবে।

খ।       আপনার সংগৃহীত বিভিন্ন গান, খেলা ধূলার বিবরণ ডাইরিতে লিপিবদ্ধ করতে পারবেন।

গ।       ডাইরির শেষে নিম্নলিখিত ছক আকারে উপজেলা, জেলা, আঞ্চলিক স্কাউটস ও অন্যান্যদের মন্তব্য লেখার জন্য ৩/৪ টি পাতা ফাঁকা রাখতে হবে।








উপজেলা স্কাউটস-এর মন্তব্যঃ
(নাম, পরিচিতি নং, স্বাক্ষর ও তারিখ)

 

 











 জেলা স্কাউটস-এর মন্তব্যঃ
(নাম, পরিচিতি নং, স্বাক্ষর ও তারিখ


প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ-এর মন্তব্যঃ
 







 


 

 













আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) -এর মন্তব্য


আঞ্চলিক কমিশনার -এর অনুমোদন

 




এসাইনমেন্ট :  
          অ্যাডভান্সড কোর্সে অংশগ্রহণকারী স্কাউটার প্রশিক্ষণ গ্রহণ শেষে স্কাউটিং বিষয়ক যে সকল বই,  পত্র-পত্রিকা, সাময়িকী পাঠ করেছেন তার নাম ও অন্যান্য তথ্য নিম্নের ছকে প্রতিবেদন আকারে স্কাউটার ডাইরিতে লিপিবদ্ধ করুন-
ক্রমিক
বই/সাময়িকী/পত্রপত্রিকার নাম
প্রাপ্তির উৎস
শিক্ষনীয় বিষয়
মন্তব্য






               
এসাইনমেন্ট :
          নিজ ইউনিটের ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ বাস্তবায়নে প্রয়োজনীয় উপকণের তালিকা এবং সংরক্ষণ পদ্ধতি লিপিবদ্ধ করুন । যেমন, আপনার ইউনিট ৩ (তিন) দিনের একটি উপজেলা/ জেলা ক্যাম্পে অংশগ্রহণ করবে, তার জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকা আপনার স্কাউটার ডাইরিতে লিপিবদ্ধ করুন।

এসাইনমেন্ট :
          বিপি বলেছেন-  ‘‘A Scout who never goes to Camp is like a sailor who never goes to the sea.’’    - উক্তিটি সম্পর্কে আপনার মতামত স্কাউটার ডাইরিতে লিপিবদ্ধ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন