সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

ইউনিট লিডার বেসিক কোর্স শেষে ইনসার্ভিস চলাকালে করণীয় এসাইনমেন্ট



 ইউনিট লিডার বেসিক কোর্স শেষে ইনসার্ভিস চলাকালে করণীয় এসাইনমেন্ট

ইউনিট লিডার বেসিক কোর্সে সাফল্যের সাথে অংশগ্রহণ শেষে ন্যূনতম ৬ মাস ইনসার্ভিস ট্রেনিং চলাকালে একজন ইউনিট লিডারকে সুনির্দিষ্ট ৪টি এসাইনমেন্ট স্কাউটার ডায়রিতে সম্পন্ন করতে হবে। এই স্কাউটার ডায়রিটি অ্যাডভান্সড কের্সে অংশগ্রহণের পূর্বে তাকে আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ)-এর নিকট উপস্থাপন করতে হবে। স্কাউটার ডায়রিটি যাচাই বাছাই করে পরবর্তীতে অ্যাডভান্সড কোর্সে অংশগ্রহণের অনুমোদন দেয়া হবে।

এসাইনমেন্ট : ১
স্কাউটার ডায়রি সংরক্ষণ
কাব/স্কাউট/রোভার ইউনিট লিডার বেসিক কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার পর নিজ ইউনিট পরিচালনায় যে সব প্রোগ্রাম বাস্তবায়ন করবেন অথবা স্কাউটিং সংক্রান্ত সকল তথ্য স্কাউটার ডায়রিতে সংরক্ষণ করবেন। স্কাউটার ডায়রি তৈরির কৌশল-
(ক)     ডায়রিটি হবে একটি মোটা বাঁধাই খাতা/ স্পাইরাল বাইন্ডিং/ রিং ফাইল।
(খ)      ডায়রির কভারটি কাব, স্কাউট, রোভারদের পতাকার রঙের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
(গ)      ডায়রির কভার পৃষ্ঠায় ইউনিট লিডারের নাম, পদবী, ইউনিটের নাম, উপজেলা, জেলা ও অঞ্চলের নাম উল্লেখ করতে হবে।
(ঘ)      ডায়রির প্রথম পৃষ্ঠার ডান দিকের উপরে একটি পাসপোর্ট সাইজ ছবিসহ ব্যক্তি পরিচিতি হিসেবে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে।
১. পুরো নাম (বাংলা ও ইংরেজিতে)      :
২. ইউনিটের নাম ও ঠিকানা                :
৩. মাতার নাম                               :
৪. পিতার নাম                               :
৫. জন্ম তারিখ :
৬. জাতীয় পরিচয় পত্রের নম্বর             :
৭. শিক্ষাগত যোগ্যতা                        :
৮. স্থায়ী ঠিকানা                                       :
৯. বর্তমান ঠিকানা                           :
১০. মোবাইল নম্বর                          :
১১. পেশার পূর্ণ বিবরণ                       :
১২. স্কাউট পদমর্যাদা                        :
১৩. স্কাউটিং অভিজ্ঞতা                      :
ক) কাব স্কাউট হিসেবে–                    নাই/আছে- বিবরণ.................
খ) স্কাউট হিসেবে–                 নাই/আছে- বিবরণ.................
গ) রোভার স্কাউট হিসেবে–        নাই/আছে- বিবরণ.................
ঘ) অন্যান্য পদমর্যাদায়–                    নাই/আছে- বিবরণ.................
১৪. ক্যাম্পিং অভিজ্ঞতা (যদি থাকে)       :
ক) দেশে
খ) বিদেশে
১৫. অন্যান্য স্কাউট লিডার ট্রেনিং অভিজ্ঞতা- নাই/আছে- বিবরণ.............
১৬. অন্যান্য সেবামূলক সংস্থার (গার্ল গাইড, রোটারী, রেড ক্রিসেন্ট, বি.এন.সি.সি, কচিকাঁচা ইত্যাদি) সাথে কাজের অভিজ্ঞতা- নাই/আছে- বিবরণ.....................
(ঙ) পরবর্তী পৃষ্ঠাগুলো থেকে বেসিক কোর্সে অংশগ্রহণের পর ইউনিট পরিচালনা ও যে কোন স্কাউট কার্যক্রমে অংশগ্রহণের ধারাবাহিক বর্ণনা নিম্নলিখিত ছক আকারে বর্ণনা করতে হবে।
তারিখ :  
ইউনিট পরিচালনা ও স্কাউটিং কার্যক্রমের ধারাবাহিক বিবরণ


মন্তব্য : প্রয়োজন অনুযায়ী (উপজেলা, জেলা লিডার/ সম্পাদক/ কমিশনার/ এএলটি/ এলটি/ প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ/ গ্রুপ সভাপতি/ স্কাউটিং কার্যক্রম কর্তৃপক্ষ ইত্যাদি মন্তব্যকারীর নাম, স্বাক্ষরসহ।)
(চ) ডায়রির ডান পৃষ্ঠায় উপরোক্ত নিয়মানুযায়ী কার্যক্রমের বিবরণ এবং বাম পৃষ্ঠায় উক্ত কার্যক্রমের ছবি, পেপার কাটিং, সনদের ফটোকপি, অংকিত চিত্র, স্কেচ ইত্যাদি প্রয়োজনে সংরক্ষণ করা যাবে।
(ছ) আপনার সংগৃহীত নতুন গান, খেলাধুলার বিবরণ ডায়রিতে লিপিবদ্ধ করতে পারবেন।
(জ) কর্মস্থল পরিবর্তনের কারণে  ইউনিট পরিবর্তন হলে নতুন ইউনিটের নাম ঠিকানা ডায়রিতে অন্তর্ভুক্ত করতে হবে।
উপজেলা স্কাউটস-এর মন্তব্য
(নাম পরিচিতি ও তারিখসহ)
 
(ঝ) ডায়রি শেষে নিম্নলিখিত ছক আকারে উপজেলা, জেলা, আঞ্চলিক স্কাউটস ও অন্যান্যদের মন্তব্য লেখার জন্য ৩/৪টি পাতা ফাঁকা রাখতে হবে।






জেলা স্কাউটস-এর মন্তব্য
(নাম পরিচিতি ও তারিখসহ)
 


প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ-এর মন্তব্য
(নাম পরিচিতি ও তারিখসহ)
 


আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ)-এর মন্তব্য
 


আঞ্চলিক কমিশনার- এর অনুমোদন





 
 




 

এসাইনমেন্ট : ২
বেসিক কোর্সে অংশগ্রহণ শেষে ইউনিট গঠন বা ইউনিটে সংশ্লিষ্ট হওয়ার পর আপনার পরিচালনায় বাস্তবায়িত কমপক্ষে ৮টি প্যাক/ট্রুপ/ক্রু মিটিং (বিশেষ প্যাক/ট্রুপ/ক্রু মিটিংও অন্তর্ভুক্ত হতে পারে) এর বিস্তারিত কর্মসূচি তারিখ উল্লেখসহ স্কাউটার ডায়রিতে লিপিবদ্ধ করুন।
এসাইনমেন্ট : ৩
(কাব ও স্কাউট লিডারদের জন্য)
ইউনিট পরিচালনাকালে রোভার ইন্সট্রাক্টর হিসেবে যে সহায়তাকারীদের সাহায্য গ্রহণ করেছেন তাঁদের সম্পর্কে ব্যক্তিগত পরিচয়সহ মতামত স্কাউটার ডায়রিতে লিপিবদ্ধ করুন। যদি সহায়তা না পেয়ে থাকেন কি কি কারণে তা সম্ভব হয় নি কারণসহ উল্লেখ করুন।
(রোভার স্কাউট লিডারদের জন্য)
ইনসার্ভিসকালে আপনার এলাকার কমপক্ষে ৩টি কাব/স্কাউট ইউনিট পরিদর্শন করে পরিদর্শনকালে যে সকল কাব/ স্কাউট লিডারদের সাথে পরিচিত হয়েছেন তাঁদের ব্যক্তিগত পরিচয়সহ সেই ইউনিট বিষয়ে আপনার ডায়রিতে লিপিবদ্ধ করুন।
এসাইনমেন্ট : ৪
আজকের পরিবর্তনশীল দুনিয়ায় স্কাউট কার্যক্রম কিভাবে সমাজ জীবনের অগ্রগতিতে ভূমিকা পালন করছে এবং স্কাউটিং কার্যক্রমে অভিভাবকদের কিরূপে অধিক সম্পৃক্ত করা যায় বলে আপনি মনে করেন- স্কাউটার ডায়রিতে লিপিবদ্ধ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন