সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

মাংস চুরি



     মাংস চুরি

খেলোয়াড় : সকলে
সরঞ্জাম : একটি বস্তু
খেলার পদ্ধতি : খেলোয়াড়রা দুটি দলে ভাগ হয়ে একজন করে দলনেতা নির্বাচন করবে। দলনেতারা হবে পাহারাদার।
এক মিটার ব্যাসার্ধের একটি বৃত্ত তৈরি করে বৃত্তের কেন্দ্রে একটি বস্তু রাখা হবে। এই বস্তুটি হল মাংস। এবার টসের মাধ্যমে নির্বাচিত হবে কোন দলনেতা আগে পাহারা দিবে। যে দলনেতা বৃত্তস্থ বস্তুটি পাহারা দিবে তার বিপক্ষ দল বৃত্তের চারদিকে দাঁড়িয়ে বস্তুটি নেওয়ার চেষ্টা করবে। বস্তুটি নেয়ার সময় যদি পাহারাদার কাউকে স্পর্শ করতে পারে তবে এক পয়েন্ট পাবে। আর বিপক্ষ দলের কেউ যদি পাহারাদারের স্পর্শ ব্যতিরেকে বস্তুটি নিতে পারে তবে সেই দল এক পয়েন্ট পাবে। এভাবে দশ মিনিট করে খেলা হবে। যে দল বেশি পয়েন্ট পাবে সে দল জয়ী হবে। কেউ সম্পূর্ণ বৃত্তের ভিতরে ঢুকতে পারবে না তবে বৃত্তের ভিতরে এক পা রেখে বস্তুটি নিতে পারবে। এ নিয়ম লঙ্ঘন করলে বিপক্ষ দল এক পয়েন্ট পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন