সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

জলে ডাঙ্গায় (অন দ্য ব্যাঙ্ক ইন দ্য পন্ড)



(1)  জলে ডাঙ্গায় (অন দ্য ব্যাঙ্ক ইন দ্য পন্ড)

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : সকলে বৃত্তাকারে দাঁড়াবে। বৃত্তের ভিতরের দিক হল পুকুর আর বৃত্তের বাইরের দিক হল পাড়।
সংকেতের সাথে সাথে সকলেই একমুখী হয়ে বৃত্তের চারদিকে ঘুরতে থাকবে। পরিচালক ‘ইন দি পন্ড’ (জলে) বললে সকলেই লাফ দিয়ে বৃত্তের মধ্যে ঢুকবে এবং ‘অন দি ব্যাঙ্ক’ (ডাঙ্গায়) বললে বৃত্ত থেকে দাগের বাইরে বেরিয়ে আসবে। এভাবে খেলা চলতে থাকবে।
বৃত্তের চারদিকে ঘোরার সময় পরিচালক মাঝে মাঝে খেলোয়াড়দের ধোকা দেওয়ার জন্য একই কথা দু বার বলবেন যাতে খেলোয়াড়রা ভুল করে। যারা ভুল করবে তারা আউট হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন