সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

নূড়ির খেলা



       নূড়ির খেলা

খেলোয়াড় : সকলে
সরঞ্জাম : আট টুকরা ছোট পাথর
খেলার পদ্ধতি : সকলকে চারটি দলে ভাগ করে, প্রত্যেক দলে একজন করে দলনেতা নির্বাচন করতে হবে।
এবার একটি নির্দিষ্ট লাইনের পিছনে প্রতিটি দল ফাইল করে দাঁড়াবে। নির্দিষ্ট প্রত্যেক লাইনের ১০ ফুট দূরে একটি ছোট পাথর একটি চিহ্ন দিয়ে রেখে দিতে হবে। প্রত্যেক দলের দলনেতার নিকট একটি একটি করে ছোট পাথর আগে থেকেই থাকবে। একটি সীমিত সময়ের মধ্যে কোন দল কতবার নির্দিষ্ট সীমানার বাইরে থেকে ঐ পাথরটিকে পাথর দিয়ে আঘাত করতে পারে তা গুণতে হবে।একই ব্যক্তি বারবার আঘাত করতে পারবে না। একের পর এক প্রত্যেকে পাথরটিকে আঘাত করতে হবে।
দলনেতা প্রথমে তার হাতের নূড়ি দিয়ে ১০ ফুট সামনে রাখা নূড়িকে আঘাত করবে। লাগুক বা না লাগুক দলনেতা তার নূড়িটি কুড়িয়ে এনে (আঘাত লেগে থাকলে ১০ ফুট সামনে রাখা নূড়ি পাথরটি যথাস্থানে রেখে) দ্বিতীয় জনকে দিয়ে নিজ দলের পিছনে দাঁড়াবে। এভাবে খেলা চলতে থাকবে। যখন দলনেতার হাতে পুণরায় নূড়িটি পৌঁছাবে তখন খেলা শেষ হবে। এবার যে দল বেশি সংখ্যক বার নির্দিষ্ট নূড়িকে আঘাত করবে সে দল জয়ী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন