সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

সার্কুলার ডজবল



       সার্কুলার ডজবল

স্থান : মাঠ
সংখ্যা : ২০ থেকে ৩০ জন
সরঞ্জাম : একটি বা দুটি বল
খেলার পদ্ধতি : এই খেলার জন্য খেলোয়াড়দের সমান দু দলে ভাগ করতে হবে।
একদল বড় বৃত্তের চারদিকে এবং অপর দল বৃত্তের মাঝখানে স্থান নিবে। আরম্ভ সংকেতের সাথে সাথে বড় বৃত্তের বাইরে অবস্থানকারী খেলোয়াড়, বৃত্তের মধ্যের খেলোয়াড়দের (হাঁটুর নিচে) বলের আঘাত করে তাদের আউট করার চেষ্টা করবে। অপরদিকে বৃত্তের মাঝখানে অবস্থানকারী খেলোয়াড়রা বলের ছোঁয়া থেকে বাঁচার জন্য, ফাঁকি দেবার জন্য এদিক সেদিক দৌড়াবে, বসে পড়বে। এভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত খেলা চলবে। সময় শেষে পালা বদল হবে। তারপর সংকেতমাত্র পূর্বের মত খেলা চলবে। খেলা সমাপ্ত হলে, যে দলের সর্বাপেক্ষা কম সংখ্যক খেলোয়াড় আউট হয়েছে তারাই জয়ী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন