কালার ট্যাগ (বেজোড় মানুষ/রঙ দেখে ছোঁয়া)
খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : দলে সর্বদা বেজোড় সংখ্যক
খেলোয়াড় থাকবে। প্রত্যেকে একজন করে সাথী বেছে নিলে যে অবশিষ্ট থাকবে সেই হবে
দলনেতা।
বাঁশির সংকেতের সাথে সাথে দলনেতা অন্যান্য খেলোয়াড়দের দৌড়ে স্পর্শ করার
চেষ্টা করবে। অবশ্য ঐ সব খেলোয়াড় যতক্ষণ না জোড়া জোড়া অবস্থায় একজন আর এক জনের দু
কাঁধে দু হাত রেখে এক পা উঁচু করে এক পায়ের উপর দাঁড়াতে পারছে ততক্ষণ তারা নিরাপদ
নয়। এই অবস্থায় তাদের সর্বদা থাকতে হবে না। দলনেতা যখন কাউকে স্পর্শ করার জন্য
দৌড়াবে কেবল তখনই কাঁধে হাত রেখে এক পায়ের উপর দাঁড়াবে। উল্লিখিত অবস্থায় যদি কেউ
না থাকে এবং ঐ অবস্থায় যদি তাদের স্পর্শ করা হয় তবে তারা দলনেতার দলে যুক্ত হয়ে
অন্যান্যদের স্পর্শ করার চেষ্টা করবে। এইভাবে খেলা চলতে থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন