সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

হেড এন্ড টেইল (মাথা ও লেজ)



   হেড এন্ড টেইল (মাথা ও লেজ)

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : (১) সকল খেলোয়াড়কে সুবিধামত দুটি বা চারটি দলে ভাগ করে দাঁড় করাতে হবে। প্রত্যেক দলের সামনের জনকে ‘মাথা’ এবং শেষের জনকে ‘লেজ’ বলা হবে।
খেলা পরিচালক যদি বলেন ‘মাথা’ তাহলে দলের সামনের জন না নড়ে দাঁড়িয়ে থাকবে। আর সকলে তার চারদিকে ঘুরবে। আর যদি বলা হয় ‘লেজ’ তবে সকলের শেষের জন দাঁড়িয়ে থাকবে এবং অন্যান্যরা তার চারদিকে ঘুরবে। এভাবে খেলা চলতে থাকবে।

(২) সকল খেলোয়াড় দুটি দলে ভাগ হয়ে এক জনের পিছনে আর এক জন দাঁড়িয়ে তার সামনের জনের কোমর দু হাত দিয়ে পেচিয়ে ধরবে। যে আগে থাকবে সে ‘মাথা’, যে শেষে থাকবে সে হবে ‘লেজ’। এখন দলের মধ্যে প্রতিযোগিতা হবে; একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল বিপক্ষ দলের ‘লেজ’ কতবার স্পর্শ করতে পারে। পেচানো কোমর কেউ ছাড়তে পারবে না। কোমর ছাড়া অবস্থায় লেজ ছোঁয়া হলে তা গণনায় ধরা হবে না। এভাবে দু দলই দু দলের ‘লেজ’ স্পর্শ করার চেষ্টা করবে। উভয় দলই চেষ্টা করবে যেন তাদের নিজেদের ‘লেজ’ অন্য দল স্পর্শ করতে না পারে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা চলবে। বেশি সংখ্যক বার যে দল ‘লেজ’ স্পর্শ করবে সে দলই জয়ী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন