সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

গরম বল



   গরম বল

খেলোয়াড় : সকলে
সরঞ্জাম : ফুটবল/হ্যান্ডবল/ভলিবল ১টি
খেলার পদ্ধতি : খেলোয়াড়রা হাত ধরাধরি করে একটি বৃত্ত করে বসবে। একজনের হাতে একটি বল থাকবে।
সংকেতের সাথে সাথে বলটি ডান দিক থেকে হাত বদল হতে থাকবে। পুনরায় সংকেতের সময় বলটি যার হাতে থাকবে সে আউট হবে। এভাবে এক সংকেতে বল ঘুরতে থাকবে এবং পরবর্তী সংকেতে বল যার হাতে থাকবে সে আউট হবে। এ খেলার উদ্দেশ্য হল কোন গরম জিনিস যেমন হাতে বেশিক্ষণ ধরে রাখা যায় না তেমনি বলটিকে বেশিক্ষণ হাতে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি হাত বদল করতে হবে। খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি হলে একের অধিক বল দিয়ে একবারে কয়েকজন করে খেলোয়াড় আউট হবে। যেমন- তিন জায়গা থেকে তিনটি বল সংকেতের সাথে ঘুরতে থাকবে। পুনরায় সংকেতের সময় যে তিনজনের হাতে বল থাকবে সে তিন জন এক সাথে আউট হবে। এভাবে দ্রুত খেলোয়াড় সংখ্যা কমানো যায়। খেলোয়াড় কমে গেলে বলের সংখ্যাও আস্তে আস্তে কমিয়ে একটিতে নিয়ে আসতে হয়। সব শেষে যে থাকবে সে বিজয়ী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন