জোড় দৌড় রিলে
খেলোয়াড় : সকলে
সরঞ্জাম : ২টি পতাকা
খেলার পদ্ধতি : খেলোয়াড়দের সমান সংখ্যক দুটি
দলে ভাগ করে ২০ থেকে ৩০ মিটার দূরে দুটি পতাকা দিয়ে চিহ্নিত করা থাকবে।
সংকেতের
সাথে সাথে আরম্ভ রেখা থেকে দু দলের প্রথম থেকে দু জন দৌড় দিয়ে পতাকা প্রদক্ষিণ করে
ফিরে এসে নিজ দলীয় দ্বিতীয় জনের হাত স্পর্শ করলে উভয় দলের দ্বিতীয় খেলোয়াড় দৌড়
দিবে এবং প্রথম খেলোয়াড়টি নিজ দলের পিছনে দাঁড়াবে। এভাবে দু দলেরই একজনের পর
অন্যজন দৌড়াতে থাকবে। যে দল আগে দৌড় শেষ করবে সে দলই জয়ী হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন