ষোলঘুঁটি
খেলোয়াড় : ষোলঘুঁটি খেলা দু’জন প্রতিযোগীর মধ্যে হয়ে থাকে।
সরঞ্জাম : একটি ষোলঘুঁটির ঘর বা ছক এবং ১৬টি করে ৩২টি দু ধরনের ঘুঁটি। ছকটি নিম্নরূপ-খেলার পদ্ধতি : প্রত্যেকের ষোলটি করে ঘুঁটি থাকে। চিত্রে ‘ক’ পাশের খেলোয়াড়ের ঘুঁটির স্থান ১, ২, ৩, …..১৬ সংখ্যা দিয়ে দেখানো হয়েছে। ‘খ’ পাশের খেলোয়াড় অনুরূপভাবে নিজ ঘরে ঘুঁটি বসায়। প্রথমে একজন একঘর সামনে ঘুঁটি ঠেলে দিয়ে খেলা শুরু করে। এরপর সুবিধা মত আগে-পিছে চাল আছে। উভয় খেলোয়াড় পরস্পরের ঘুঁটি মারতে পারে। কেবল লাফ দ্বারা চালের সুযোগ এলে ঘুঁটি মারা পড়ে। অর্থাৎ অন্য খেলোয়াড়ের ঘুঁটি ডিঙিয়ে যখন চাল দেয়া হয় তখন ডিঙোনো ঘুঁটি মারা পড়ে। ঘুঁটি মেরে একপক্ষের ঘর শূন্য অথবা তার চালের গতি রোধ করতে পারলে খেলার জয়-পরাজয় নির্ধারিত হয়। সব ক’টি ঘুঁটির মান সমান এবং একই পদ্ধতিতে ঘুঁটিগুলো চালতে হয়। এটি একটি বুদ্ধির খেলা। ধৈর্য্য, সতর্কতা এবং কৌশলের সঙ্গে এ খেলা খেলতে হয়। সাধারণত মাটিতে দাগ কেটে ষোলঘুঁটির ঘর বা ছক তৈরি করে আজও গ্রামে এ খেলাটি খেলতে দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন