সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

রুমাল চুরি বা রুমাল লুকানো



(1) রুমাল চুরি বা রুমাল লুকানো (পৃথিবীর প্রায় সব দেশে এই খেলাটি প্রচলিত)

খেলোয়াড় : সকলে
সরঞ্জাম : একটি রুমাল
খেলার পদ্ধতি : সবাই বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসবে। একজন খেলোয়াড় চোর সাজবে।
সে একটি রুমাল নিয়ে প্রত্যেক খেলোয়াড়ের পিছনে রুমালটি রাখার ভান করবে। যার পিছনে রুমালটি রাখা হয়েছে; সে রুমালটি আছে কি-না খুঁজে দেখতে চেষ্টা করবে। রুমালটি হাতে পড়ার সাথে সাথে রুমাল চোরকে তাড়া করবে। এদিকে রুমাল চোর বৃত্তের খালি জায়গায় বসে পড়বে। আর এমনি করে খেলাটি চলতে থাকবে। যদি তাড়াদানকারী চোরকে খালি জায়গায় বসার আগে ছুঁয়ে দেয় তবে রুমাল চোর আবার ঘুরতে ঘুরতে বসা খেলোয়াড়দের পিছনে রুমাল লুকাতে চেষ্টা চালিয়ে যাবে। খেলোয়াড়দের সংখ্যা বেশি হয়ে গেলে কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে এটি খেলা যেতে পারে। খেলা পরিচালক লক্ষ রাখবেন যেন প্রত্যেক খেলোয়াড় রুমাল পায়। রুমাল বদল যেন কয়েক জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন