(1) কপালে টিপ
খেলোয়াড়
: সকলে
খেলার
পদ্ধতি : সমান দু’টি দলে ভাগ হয়ে এক দল অপর দলের মুখোমুখি ২০/২৫ ফুট দূরত্বে বসে
অবস্থান নিবে।
টসে জয়ী দলনেতা বিপক্ষের একজনের চোখ দু হাত দিয়ে বন্ধ করবে। ইশারা
মত তার দলের একজন খেলোয়াড় দৌড়ে এসে অন্ধরূপী খেলোয়াড়ের কপালে আঙুলের টোকা বা ছুঁয়ে
দিয়ে নিজের লাইনে ফিরে বসে পড়বে। ঐ দলের সবাই নানান অঙ্গভঙ্গি ও নিম্নস্বরে কথা
বলায় ব্যস্ত এমন অভিনয় করা শুরু করবে। দলীয় নেতা অন্ধের চোখ ছেড়ে দিবে। অন্ধ,
কপালে টিপদানকারীকে ৫-৭ সেকেন্ডের মধ্যে সনাক্ত করতে চেষ্টা করবে। সনাক্ত করতে
পারলে এক নম্বর পাবে। এরপর অন্ধ দলের নেতা বিপক্ষের একজনের চোখ বন্ধ করবে। নেতার
ইশারা মত দলীয় একজন এসে অন্ধের কপালে টিপ দিয়ে নিজের দলে মিলিত হবে। অন্ধ ছাড়া
পেয়ে টিপদানকারীকে সনাক্ত করতে চেষ্টা করবে। এভাবে দুটি দলের প্রতিজন খেলোয়াড়
একবার অন্ধ ও একবার টিপদানকারী হবে। নির্দিষ্ট সময়ে যে দল সর্বোচ্চ নম্বর পাবে সে দল
বিজয়ী হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন