সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

অন্ধের অনুমান



(1) অন্ধের অনুমান


খেলোয়াড় : সকলে
সরঞ্জাম : একটি কাঠি বা বেত
খেলার পদ্ধতি :  একজনের চোখ বেঁধে অন্ধ সাজানো হবে। অন্যরা সুবিধামত বৃত্ত তৈরি করে চারদিকে দাঁড়িয়ে যাবে। এবার অন্ধরূপী খেলোয়াড় চুপ করে কিছু সময় দাঁড়াবে বা নিজ জায়গায় তিন চার বার ঘুরবে। এই ফাঁকে অন্যরা তাদের জায়গা পরিবর্তন করে নিবে। অন্ধ এবার কাঠি দিয়ে আস্তে কারও গা ছুঁবে এবং বলবে-- বলতো আমি কে? অন্ধের ছোঁয়া খেলোয়াড় তার স্বর বদল করে অন্ধের বলা কথাগুলো  তিনবার আওড়াবে। অন্ধ স্বর শুনে তার নাম অনুমান করবে। সঠিক নাম বললে সে অন্ধ হবে এবং তার জায়গায় অন্ধ গিয়ে দাঁড়াবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন