সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

হপিং টাচ (এক পায়ে লাফিয়ে সঙ্গীকে ছোঁয়া)



(1) হপিং টাচ (এক পায়ে লাফিয়ে সঙ্গীকে ছোঁয়া)


খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : দশগজের একটি বৃত্ত তৈরি করে সকলেই সেই বৃত্তের মধ্যে এক পায়ের উপর দেহের ওজন নিয়ে দাঁড়াবে, অন্য পা ভাঁজ করে এক হাত দিয়ে ধরবে। এই খেলার জন্য ক্লাসের সকল ছাত্র বা ছাত্রীদের ছড়ানো ছিটানো অবস্থায় দাঁড়াতে হবে। সংকেত পাওয়া মাত্র এক পায়ের উপর দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে একে অপরকে ছুঁতে চেষ্টা করবে। যাকে ছোঁয়া হবে সে খেলা থেকে সরে যাবে। এভাবে খেলা চলতে চলতে ছোঁয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে যে সঙ্গী সক্ষম হবে সে বিজয়ী হবে। তবে খেলা চলাকালীন সময়ে পা বদল করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন