সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

সার্কেল চেজ (বৃত্তের মধ্যে আবদ্ধ থেকে সাথীকে ধরা)



(৫) সার্কেল চেজ (বৃত্তের মধ্যে আবদ্ধ থেকে সাথীকে ধরা)

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : এই খেলার জন্য মাঠে চুন বা অন্য কিছু দিয়ে একটি বড় বৃত্ত তৈরি করতে হবে।
এরপর সকলে ঐ বৃত্তের গা ঘেষে ফাঁকা ফাঁকা হয়ে যে কোন এক দিকে মুখ করে দাঁড়াবে। সংকেত মাত্র বৃত্তের চারদিক দিয়ে দৌড়াতে শুরু করবে এবং সামনের সাথীকে ধরতে চেষ্টা করবে। যাকে ধরা হবে সে খেলা ছেড়ে বসে পড়বে। এভাবে তাড়া করে সামনের সাথীকে ধরার খেলা চলতে থাকবে। খেলা পরিচালকের বাঁশি সংকেতে সকলে উল্টো দিকে ঘুরবে এবং একই পদ্ধতিতে সামনের সাথীকে তাড়া করে ধরতে চেষ্টা করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন