সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

জায়গা বদল



      জায়গা বদল

খেলোয়াড় : ১০ এর অধিক
সরঞ্জাম : সমান্তরাল দু’টি দাগ

খেলার পদ্ধতি : দু’দলে সমান সংখ্যক খেলোয়াড় থাকবে। ৪০ ফুট দূরে দুটি দাগ দিতে হবে। দাগের দু’পাশে দু’দল লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াবে। দু’দাগের মাঝে একটি চিহ্ন দেওয়া থাকবে। এই চিহ্নে একজন খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক দলকে একটি করে নম্বর দিতে হবে। এক দলকে ডান দিক থেকে বাম দিকে এবং অপর দলকে বাম দিক থেকে ডান দিকে নম্বর দিতে হবে। মাঝের চিহ্নিত জায়গায় একজন দাঁড়াবে। যখন খেলা পরিচালক কোন নম্বর বলবেন তখন ঐ নম্বরের দু’দলের দু’জন দৌড়ে তাদের নিজ নিজ জায়গা বদল করবে। ঐ সময় যদি মধ্যে দাঁড়ানো খেলোয়াড় ঐ দু’জনের যে কোন একজনকে ছুঁতে পারে তাহলে সে লাইনে চলে যাবে এবং যাকে ছুঁবে সে মাঝে দাঁড়াবে, যদি কাউকে ছুঁতে না পারে তাহলে মাঝের খেলোয়াড় মাঝেই থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন