সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

কুকুর ও হাড়



     কুকুর ও হাড়

স্থান : ১৪ থেকে ১৮ মিটার খোলা জায়গা
খেলোয়াড় : ১০ থেকে ২৪ জন
সরঞ্জাম : ২টি সমান্তরাল দাগ

খেলার পদ্ধতি : ১৪ মিটার দূরে দু’টি দাগ দিতে হবে। ঐ দু’ দাগের ঠিক মাঝখানে একটি চিহ্ন করতে হবে। ঐ চিহ্নের ভিতর ছোট একটি ইটের টুকরা বা কাগজের টুকরা থাকবে যা হাড় বলে ধরে নিতে হবে। দাগ বরাবর খেলোয়াড়রা মুখোমুখি দাঁড়াবে। এদের সংখ্যা সমান হবে। তাদেরকে নম্বর দিতে হবে। একদল থেকে অন্য দলের নম্বর হবে উল্টো দিকে। হাড়ের ৪৫ সেঃমিঃ দূরত্ব দিয়ে একটি বৃত্ত দিতে হবে। যখন খেলা পরিচালক কোন নম্বর ধরে ডাক দিবেন তখন দু’দলের ঐ দু’জন এসে হাড় নেয়ার চেষ্টা করবে। তবে বৃত্তের বাইরে থেকে হাড় নিতে হবে। ঐ হাড় নিয়ে যাওয়ার সময় যদি ছুঁয়ে দেওয়া যায় তাহলে যে ছুঁবে তার দল পয়েন্ট পাবে। এভাবে যে দল আগে ১০ পয়েন্ট পাবে তারা বিজয়ী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন