সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

বাঘবন্দী খেলা



    বাঘবন্দী

খেলোয়াড় : দু’ জন
সরঞ্জাম : একটি ছক এবং ১০টি করে দু ধরনের ২০টি ঘুঁটি।

খেলার পদ্ধতি : মাটির উপর দাগ কেটে বাঘবন্দীর ঘর বা ছক তৈরি করা হয়। ঘরের একটি রেখাচিত্র নিম্নরূপ :


চিত্রের ক, খ, গ, ঘ চিহ্নিত স্থান ছাড়া সরল রেখার যে কোন সন্ধিস্থলে বাঘের ভূমিকায় দুটি ঘুঁটি বসে। উক্ত চারটি স্থানে ৫টি করে মোট ২০টি ঘুঁটি বসে। দুজন প্রতিদ্বনদ্বীর একজন বাঘের চাল দেয়, অপরজন ঘুঁটির চাল দেয়। সরল রেখা বরাবর ঘুঁটির বিপরীত পাশে শূন্য ঘর পেলে বাঘ লাফ দিতে পারে, এতে একটি ঘুঁটি মারা পড়ে। কিন্তু পর পর দুটি ঘর ঘুঁটি দখল করে রাখলে বাঘের গতিপথ রম্নদ্ধ হয়। ঘুঁটির চালে বাঘ মরে না, ঘুঁটি গুলো কেবল আত্মরক্ষা করতে পারে। পালাক্রমে ঘুঁটি চালতে চালতে বাঘের চাল বন্ধ করতে পারলে বিপক্ষের জয় হয়। কিন্তু বাঘ সব ঘুঁটি খেয়ে ফেললে তার জয় হয়।

বাঘবন্দীতে আছে শিকারের কৌশল। ঘুঁটির চাল দিয়ে ‘বাঘ’ নামের ঘুঁটি বন্দী করা হয়। এ থেকে খেলাটির নাম বাঘবন্দী হয়েছে। বাঘের চালে ঘুঁটি মারা পড়ে। খুব সতর্কতার সহিত এই খেলাটি খেলতে হয়। ভুল ও খেয়ালি চালে পরাজয় অবশ্যম্ভাবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন