সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কুমীরের ঘর



     কুমীরের ঘর

খেলোয়াড় : ১০ থেকে ২৪ জন
সরঞ্জাম : একটি বৃত্ত

খেলার পদ্ধতি : খেলোয়াড় অনুপাতে খেলা পরিচালক একটি বৃত্ত রচনা করে তার মধ্যে একজন খেলোয়াড়কে কুমীর বানিয়ে শুইয়ে রাখবেন। কুমীর ঘুমের ভান করে বৃত্তের মধ্যে শুয়ে থাকবে। অন্য খেলোয়াড়রা বৃত্তের মধ্যে এসে নাচানাচি করবে ও বলবে-
কুমীরের ঘরে কুমীর নাই
মজা করে খেলি তাই।
তখন কুমীর হঠাৎ হুম করে উঠে খেলোয়াড়দের তাড়া করবে। যাকে বৃত্তের মধ্যে ছুঁতে পারবে সে কুমীর হবে। এভাবে খেলা চলতে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন