সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

দেখ গিরি নয়ন ভরি’ জয়তারা যে আইস্যাছে



দেখ গিরি নয়ন ভরিজয়তারা যে আইস্যাছে
সিংহপৃষ্ঠে মায়ের কোলে কার শিশু দাঁড়াইছে

জয়তারা কইন, মা গো অসম্ভব অইয়াছে
কার্ত্তীক গণেশ তোমার নাতী- চিনিয়া না চিনিলায়
পরিচয় পাইয়া মেনকায় নাতী তুইল্যা নিলা কোলেতে
আজি হতে নিজ পতি বানাইমু তোমারে
কার্ত্তীকে কইলা গো দাজী না গছিমু তোমারে
সুন্দর বধূ দেইখ্যা বাবায় বিয়া করাইবা আমারে
তোমার দাদা গিরিরাজায় না গছৈন যে আমারে
দাঁত লইড়াছে চুল পাইক্যাছে কে গছিবো আমারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন