যাও গিরি কৈলাশ
পুরি আনো সিংহবাহিনী
না দেখিলে ঝিয়াইর
মুখ বাঁচে না মোর পরাণি।
যাইয়া গিরি কৈলাশ
পুরী কৈছে গিরি শিবরে
আইজ্ঞা করো সদাশিব
উমা নিতাম নাইওরে
কতক্ষণ বাদে
শিব উত্তর দিলা গিরিরে
প্রায় বছর দেই
নাইওর; ইবার ক্ষেমা দেও আমারে।
আস্তে করি যাইন
বা গিরি উমাধনের সাইক্ষাতে
দেয় না নিতে
ভোলানাথে জয়তারা গো তোমারে
শুইন্যা কথা
রাজমাতা কইলা অতি কোপেতে
আমি যাইমু বাপের
বাড়ি না জিগাইমু শিবরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন