সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

নিরাকার উপাসনা


নিরাকার উপাসনা নিরাকার উপাসনায় ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করেন। ঈশ্বরের নাম জপ করেন। তাঁর নাম কীর্তন করেন।
তাঁর স্তব-স্ত্ততি করে তাঁর নিকট প্রার্থনা জানান। নিজের ও জগতের কল্যাণ কামনা করেন ।একজন ভক্ত সাকার কিংবা নিরাকার দু’টি উপায়েই উপাসনা করতে পারেন। উপাসনার পদ্ধতি সাকার বা নিরাকার যা-ই হোক না কেন, সবই ঈশ্বরের উপাসনা। ঈশ্বরের নিরাকার অবস্থাকে বলা হয় ব্রহ্ম। ধর্মগ্রন্থে বলা হয়েছে, নিরাকার, ব্রহ্মই প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন। অর্থাৎ যিনি নিরাকার, তিনিই আবার সাকার। নিরাকাররূপে ঈশ্বরের ধ্যান করা হয়। সাকাররূপে তাঁর পূজা করা হয়। উপাসনা একটি নিত্যকর্ম। মনের পবিত্রতার জন্য দেহের শুচিতার প্রয়োজন। সেজন্য সংযম পালনসহ কতকগুলো নিত্যকর্ম নিত্যই করতে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন