সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

মানবতাবোধ


মানবতা মানুষের একটি গুণ বা ধর্ম। মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে । অপরের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে। বিপদাপন্নের পাশে দাঁড়ায়,
আর্তের সেবা করে। মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা বা মমতা, এরই নাম মানবতা আর যে বোধে উদ্দীপ্ত হয়ে মানুষ এ সব করে, তার নাম মানবতাবোধ। ভগবান আত্মারূপে মানুষের মধ্যে বিরাজ করেন। তাই মানুষকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা । সুতরাং মানবতাবোধ ধর্মের অঙ্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন