কাব স্কাউটিং এর মূল ভিত্তি
ক) কাব স্কাউটিং কি?
স্কাউটিং হচ্ছে শিশু, কিশোর ও যুবদের জন্য একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক
ও শিক্ষামূলক আন্দোলন। এর প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি ও পদ্ধতিতে
এটি পরিচালিত এবং এই আন্দোলন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ছেলে-মেয়েদের জন্য উন্মুক্ত।
সুষ্ঠু পরিচালনার সুবিধার্থে স্কাউটিং তিনটি শাখায় বিভক্ত। এর মধ্যে যে সকল কিশোর-কিশোরীর
বয়স ৬ বছরের বেশি কিন্তু ১১ বছরের কম তাদের জন্য কাব স্কাউটিং।
১৯১৪ সালে উল্ফ কাব নামে কাব স্কাউটিং প্রবর্তিত হয়। যারা কাব স্কাউটিং
করে তাদের বলা হয় কাব স্কাউট।
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা : রবার্ট স্টিফেনশন
স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি)
জন্ম
: ২২ ফেব্রুয়ারি, ১৮৫৭, লন্ডন শহরে।
মৃত্যু
: ৮ জানুয়ারি, ১৯৪১ সালে প্রায় ৮৪ বছর বয়সে।
খ) কাব স্কাউট প্রতিজ্ঞা, আইন, মটো
কাব স্কাউট প্রতিজ্ঞা : আমি প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন
করতে
*প্রতিদিন কারো না কারো উপকার করতে
*কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য
চেষ্টা করব।
(অন্য ধর্মালম্বীগণ
‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে
সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতে পারে)
কাব স্কাউট আইন :
১. বড়দের
কথা মেনে চলা।
২. নিজেদের
খেয়ালে কিছু না করা।
কাব স্কাউট মটো : ‘‘যথাসাধ্য চেষ্টা করা’’
গ)
স্কাউট সালাম, স্কাউট চিহ্ন এবং করমর্দন
# স্কাউটরা বিশেষ কায়দায় তিন
আঙ্গুলে স্কাউট সালাম ও চিহ্ন প্রদর্শন করে।
# বাংলাদেশে যথারীতি ডান
হাতে করমর্দন করা হয় তবে কোন কোন দেশে স্কাউটরা বাম হাতে করমর্দন করে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন