সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

স্কাউট আন্দোলনের সাংগঠনিক কাঠামো The Structure of the World Organization of Scout Movement



স্কাউট আন্দোলনের সাংগঠনিক কাঠামো
The Structure of the World Organization of Scout Movement

(বিশ্ব স্কাউট সংস্থা--WOSM)
ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স


ওয়ার্ল্ড স্কাউট কমিটি


ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো
                      Address:
17th Floor-Menara Sentral Vista 150 Jalan
Sultan Abdul Samad, 50470 Brickfields,
Kuala Lumpur, Malaysia.
 



আরব          আফ্রিকা         এশিয়া-        ইউরোপ      ইন্টার-আমেরিকা        ইউরেশিয়া
রিজিওন      রিজিওন       প্যাসিফিক     রিজিওন           রিজিওন                রিজিওন
                                  রিজিওন
       
                        এ পি রিজিওনাল কনফারেন্স
 

                        এ পি রিজিওনাল কমিটি


                        পি আর সদর দপ্তর
                        Address:
   ODC International Plaza Building,
   219 Salcedo Street,
   Legaspi Village, Makati City 1229,
   Philippines.
 

                                  
বাংলাদেশ স্কাউটস
 

জাতীয় কাউন্সিল
 

জাতীয় নির্বাহী কমিটি
 

                                           জাতীয় সদর  দপ্তর
       জাতীয় স্কাউট ভবন
   ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক
       কাকরাইল, ঢাকা-১০০০
 




ঢাকা   চট্টগ্রাম   রাজশাহী   খুলনা  বরিশাল  সিলেট  কুমিল্লা  দিনাজপুর   রোভার   রেলওয়ে    নৌ      এয়ার
অঞ্চল   অঞ্চল   অঞ্চল    অঞ্চল       অঞ্চল   অঞ্চল   অঞ্চল     অঞ্চল      অঞ্চল      অঞ্চল    অঞ্চল   অঞ্চল



আঞ্চলিক স্কাউটস
 


আঞ্চলিক স্কাউটস কাউন্সিল
 

                                      
                                        আঞ্চলিক স্কাউটস নির্বাহী কমিটি
 

                                      
                                               আঞ্চলিক কার্যালয়
                                     ঠিকানা :
                                               বাংলাদেশ স্কউট সিলেট অঞ্চল
                                               স্কাউট ভবন
                                               স্টেডিয়াম গেইট (পূর্ব)
                                               সিলেট-৩০০০
 


                                             জেলা স্কাউট
 

                                       জেলা স্কাউটস কাউন্সিল


                                         জেলা স্কাউটস নির্বাহী কমিটি


                                        জেলা স্কাউটস কার্যালয়
 

                                          
                                          উপজেলা স্কাউটস
 

                                     উপজেলা স্কাউটস কাউন্সিল
 

                                   উপজেলা স্কাউটস নির্বাহী কমিটি
 

                                       উপজেলা স্কাউটস কার্যালয়
 

                                              স্কাউট গ্রুপ
 

                                             গ্রুপ কাউন্সিল
 

                                              গ্রুপ কমিটি
 

                                        গ্রুপ স্কাউটার্স কাউন্সিল
 


    কাব স্কাউট ইউনিট                স্কাউট ইউনিট               রোভার স্কাউট ইউনিট
 

 কাব স্কাউট লিডার ও           স্কাউট লিডার ও              রোভার স্কাউট লিডার ও
 সহকারি কাব স্কাউট            সহকারি  স্কাউট               সহকারি রোভার স্কাউট
       লিডার                           লিডার                               লিডার


 ষষ্ঠক নেতা                    উপদল নেতা         রোভার স্কাউট ইউনিট
পরিষদ                            পরিষদ                কাউন্সিল                                         
       
 ষষ্ঠক                          উপদল পরিষদ                  উপদল পরিষদ
 


ষষ্ঠক নেতা                        উপদল নেতা                        রোভার মেট
 
সহকারি ষষ্ঠক নেতা         সহকারি উপদল নেতা             সহকারি রোভার মেট
 


 চার জন কাব স্কাউট          ছয় জন স্কাউট                   চার জন রোভার স্কাউট



বিশ্ব স্কাউট সংস্থার প্রশাসনিক বিন্যাস :

    সেক্রেটারি জেনারেল
 


ডেপুটি সেক্রেটারি জেনারেল                                        ডেপুটি সেক্রেটারি জেনারেল
 


পরিচালক             পরিচালক                                  পরিচালক                      পরিচালক
(প্রোগ্রাম)            (সমাজ উন্নয়ন)                         (ম্যানেজমেন্ট                   বিশ্ব স্কাউট সপ     
                                                                   এসিসটেন্ট)
    পরিচালক              পরিচালক                পরিচালক                    পরিচালক
(এডাল্ট রিসোর্স)    (প্রসপেক্টিভ স্ট্যাডিজ       (জনসংযোগ ও              (রিলেসন্স এন্ড
                       এন্ড ডকুমেন্টেশন)              যোগাযোগ)           স্পেশাল ইভেন্টস)

 
 নির্বাহী       নির্বাহী            নির্বাহী               নির্বাহী               নির্বাহী                নির্বাহ
পরিচালক  পরিচালক        পরিচালক           পরিচালক           পরিচালক            পরিচালক
আফ্রিকা      আরব       এশিয়া প্যাসিপিক      ইউরোপ         ইন্টার আমেরিকা       ইউরেশিয়া
রিজিওন    রিজিওন         রিজিওন              রিজিওন            রিজিওন               রিজিওন


বাংলাদেশ স্কাউটসের প্রশাসনিক বিন্যাস :

বাংলাদেশ স্কাউটস


বাংলাদেশ-এর                       জাতীয় স্কাউট                     প্রতি বছর সাধারণভাবে কাউন্সিলরবৃন্দ
সর্ব্বোচ্চ নীতি নির্ধারণী               কাউন্সিল                একবার সভায় মিলিত হয়। প্রতি তৃতীয় বছরে  পরিষদ                                                           অনুষ্ঠিত সভাকে ত্রৈবার্ষিক কাউন্সিল সভা বলে।
                                                                    এই সভায় বিভিন্ন পদে নির্বাচন হয়ে থাকে।


প্রধান জাতীয় কমিশনার           জাতীয় নির্বাহী                    সাধারণভাবে প্রতি তিন মাসে একবার
নির্বাহী প্রধান                         কমিটি                             সভায় মিলিত হয়। 


নির্বাহী সচিব                          জাতীয়                           বাংলাদেশ স্কাউটস-এর সচিবালয়
জাতীয় সদর দপ্তরের                সদর দপ্তর                        জাতীয় স্কাউট কাউন্সিল এবং জাতীয়
প্রধান নির্বাহী কর্মকর্তা                                                  নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও সুপারিশসমূহ
                                                                             বাস্তবায়নের দায়িত্ব পালন করে।


বিশ্ব স্কাউট সংস্থা (WOSM ) –এর কাঠামো ও কার্যাবলি-

ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স-  ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স বিশ্ব স্কাউট সংস্থার সর্ব্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ। বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি জাতীয় স্কাউট সংগঠনের ছয় জন প্রতিনিধি সমন্বয়ে ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স গঠিত হয় বিশ্বের কোন কোন দেশে বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একাধিক জাতীয় স্কাউট সংগঠন আছে ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য ঐ দেশের সকল জাতীয় স্কাউট সংগঠনকে একত্রে মিলিত হয়ে একটি কনফেডারেশন গঠন করতে হয় এই কনফেডারেশন ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্সে তাদের প্রতিনিধি মনোনয়ন দান করে প্রতিটি জাতীয় স্কাউট সংগঠনের ছয়টি ভোট থাকে কোন জাতীয় স্কাউট সংগঠন থেকে যদি কেবলমাত্র একজন প্রতিনিধি ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্সে যোগদান করেন তবুও তিনি নিজ জাতীয় স্কাউট সংগঠনের পক্ষে একাই ছয়টি ভোট দিতে পারেন ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্সে অনুপস্থিত কোন জাতীয় স্কাউট সংগঠনের পক্ষে অন্য কেউ ভোট দিতে পারে না
        ০১ জুন, ১৯৭৪ সালে বাংলাদেশ বিশ্ব স্কাউট সংস্থার সদস্যপদ লাভ করে বর্তমানে সারা বিশ্বের ২১৬টি দেশ ও টেরিটরিতে স্কাউটিং কার্যক্রম চালু রয়েছে যার মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ১৬২টি দেশ রয়েছে
         ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স প্রতি তিন বছরে একবার সভায় মিলিত হয় প্রতি ত্রৈবার্ষিক সভায় ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে 
(১) ওয়ার্ল্ড স্কাউট কমিটি কর্তৃক সুপারিশকৃত বিষয়াদি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ;
(২) ওয়ার্ল্ড স্কাউট কমিটি কর্তৃক গঠিত বিভিন্ন কমিটি ও টাস্কফোর্সের রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন এবং
(৩) ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্যদের শূন্য পদে প্রার্থী নির্বাচন।

ওয়ার্ল্ড স্কাউট কমিটি : ওয়ার্ল্ড স্কাউট কমিটি বিশ্ব স্কাউট আন্দোলনের নির্বাহী পরিষদ হিসেবে দায়িত্ব পালন করে। বারোটি জাতীয় স্কাউট সংগঠনের বারো জন নির্বাচিত সদস্য সমন্বয়ে ওয়ার্ল্ড স্কাউট কমিটি গঠিত হয়। প্রত্যেক সদস্যের কার্যকালের মেয়াদ ছয় বছর। কোন সদস্য একাধারে ছয় বছরের বেশি ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্য নির্বাচিত হতে পারেন না। একবার ওয়ার্ল্ড স্কাউট কমিটিতে নির্বাচিত হওয়ার পর পরবর্তী মেয়াদের জন্য কোন সদস্য ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাঁকে তাঁর নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অন্ততঃ পক্ষে তিন বছর অপেক্ষা করতে হবে। ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্যগণ কোন দেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন না তারা ব্যক্তিগতভাবে নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের মধ্যে অর্ধেক অর্থাৎ ছয় জন সদস্য প্রতি তিন বছর পর পর তাঁদের কার্যকালের ছয় বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর অবসর গ্রহণ করেন এবং ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স এই ছয় জন সদস্যের পরিবর্তে নতুন ছয় জন সদস্য নির্বাচন করে। এক্স-অফিসিও সদস্য হিসেবে এই কমিটিতে সেক্রেটারি জেনারেল ও কোষাধ্যক্ষ থাকেন ফলে এই কমিটি মোট চৌদ্দ সদস্য নিয়ে গঠিত হয়। সেপ্টেম্বর, ২০১২ সালে আমেরিকার স্কট টিআর ( Scott Teare ) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন তিনি ০১ জানুআরি, ২০১৩ থেকে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন

ছয়টি রিজিওনাল স্কাউটসের চেয়ারম্যানগণ পদাধিকার বলে ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্য। অবশ্য চেয়ারম্যানগণ নন-ভোটিং সদস্য। এই কমিটি বছরে দুইবার সভা করে থাকে।

ওয়ার্ল্ড স্কাউট কমিটির বর্তমান সদস্যবৃন্দ :-

ক্রম
নাম
পদবী
দেশ
টার্ম *
Joao Armando Goncalves
চেয়ারম্যান
পর্তুগাল
২০১৭
Jemima Nartey
ভাইস-চেয়ার
ঘানা
২০১৭
Daniel Ownby
ভাইস-চেয়ার
যুক্তরাষ্ট্র
২০১৭
Karin Ahlback
সদস্য
ফিনল্যান্ড
২০১৭
Abdullah al-Fahad
সদস্য
সৌদি আরব
২০১৭
Marcel Blaguet Ledjou
সদস্য
Cote d’Ivoire
২০১৭
Peter Blatch
সদস্য
অস্ট্রেলিয়া
‌২০১৭
Fernando Brodeschi
সদস্য
ব্রাজিল
২০১৭
Lidija Pozaic Frketic
সদস্য
ক্রোয়েশিয়া
২০১৭
১০
Mari Nakano
সদস্য
জাপান
২০১৭
১১
Craig Turpie
সদস্য
যুক্তরাজ্য
২০১৭
১২
Bagrat Yesayan
সদস্য
আরমেনিয়া
২০১৭
১৩
Scott Teare
সেক্রেটারি জেনারেল
যুক্তরাষ্ট্র
২০১৭
১৪
Maurice Machenbaum
কোষাধ্যক্ষ
সুইজারল্যান্ড
২০১৭

* দ্রষ্টব্য : ২০০৮ সালে ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স সিদ্ধান্ত গ্রহণ করে যে, ২০১১ সালে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্সে নির্বাচিত সদস্যগণ মাত্র তিন বছর সেবা প্রদান করবেন, কিন্তু পুনঃনির্বাচনে তারা আর এক মেয়াদের জন্য যোগ্য হবেন














































ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো : ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো বিশ্ব স্কাউট সংস্থার সচিবালয়। ওয়ার্ল্ড স্কাউট কমিটি এবং ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্সের গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ বাস্তবায়ন করার দায়িত্ব ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর। ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর প্রধান নির্বাহী সেক্রেটারি জেনারেল।  সেক্রেটারি জেনারেল তাঁর সহকর্মী বিভিন্ন বিভাগের পরিচালক এবং উপ-পরিচালকদের মাধ্যমে ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করেন। বিশ্ব স্কাউট সংস্থার কার্যালয় মালয়েশিয়ার কুয়ালা লামপুরে এবং সুইজারল্যান্ডের জেনেভায়।

কাজের সুবিধার জন্য তার ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিশ্ব স্কাউট সংস্থা সমগ্র পৃথিবীকে মোট ছয়টি রিজিওনে ভাগ করেছে। এই রিজিওনগুলো হচ্ছে :
ক্রম
রিজিওন
সদস্য সংখ্যা
সদর দপ্তর
আফ্রিকা
৩৮
নাইরোবি, কেনিয়া
আরব
১৮
কায়রো, মিশর
এশিয়া প্যাসিফিক (এ পি)
২৪
ম্যাকাটি (Makati) সিটি, ফিলিপাইন
ইন্টার আমেরিকা
৩২
সিউদ্যাদ দেল সাবার (Ciudad del Saber), পানামা
ইউরোপ
৪১
জেনেভা, সুইজারল্যান্ড ও ব্রাসেলস্, বেলজিয়াম
ইউরেশিয়া
০৯
কিয়েভ, ইউক্রাইন
                                                            

বিশ্ব স্কাউট সংস্থার কার্যাবলি : ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে
() জাতীয় স্কাউট সংগঠনসমূহকে স্বীকৃতি প্রদান ;
() জাতীয় স্কাউট সংগঠনসমূহকে প্রয়োজনীয় তথ্য ও উপদেশ প্রদান;
() প্রশিক্ষণ নীতিমালা নির্ধারণ;
() প্রোগ্রাম নীতিমালা নির্ধারণ;
() বিশ্ব স্কাউট জাম্বুরি, বিশ্ব রোভার মুট, বিশ্ব স্কাউট কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, বিশ্ব ইয়ুথ ফোরাম অনুষ্ঠান ও পরিচালনা;
() সদস্য দেশগুলো ভ্রমণ করে জাতীয় স্কাউট সংগঠনসমূহকে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ প্রদান;
() সদস্য জাতীয় স্কাউট সংগঠনসমূহের সাথে পত্রযোগাযোগ করে সম্পর্ক উন্নয়ন;
() স্কাউটিং সম্পর্কিত বই, হ্যান্ডবিল, লিফলেট ইত্যাদি প্রকাশ করা এবং সদস্য দেশগুলোতে প্রেরণের ব্যবস্থা করা;
() স্কাউটিংএর উপর গবেষণা করা এবং গবেষণালব্ধ ফলাফল সদস্য জাতীয় সংগঠনকে  প্রেরণ করা;
(১০) সদস্য জাতীয় স্কাউট কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য দাতা সংস্থাসমূহের সাথে যোগাযোগ রক্ষা করে গৃহীত প্রকল্পের জন্য আর্থিক মঞ্জুরী সংগ্রহের ব্যবস্থা করা;
(১১) সদস্য জাতীয় স্কাউট সংগঠন কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরাসরি আর্থিক মঞ্জুরী প্রদান করা; এবং
(১২) সদস্য জাতীয় স্কাউট সংগঠনসমূহ থেকে প্রাপ্ত বার্ষিক পরিসংখ্যান ও বার্ষিক প্রশিক্ষণ রিপোর্ট সংগ্রহ করে তা অবগতির জন্য ওয়ার্ল্ড স্কাউট কমিটির সভায় উপস্থাপন করা

এশিয়া-প্যাসিফিক স্কাউট রিজিওন : এশিয়া-প্যাসিফিক অঞ্চলে স্কাউটিং জোরদার ও সম্প্রসারণের জন্য ১৯৫৬ সালে মাত্র দশটি সদস্য দেশ নিয়ে ফারইস্ট রিজিওন গঠিত হয় ২ বছরের মধ্যে ১৪টি দেশে স্কাউটিং এর প্রবর্তন হয় ১৯৭৪ সালে নাম পরিবর্তন করেএশিয়া-প্যাসিফিক রিজিওননামকরণ করা হয় বর্তমানে এ্ই রিজিওনে সদস্য সংখ্যা ২৪.৭ মিলিয়ন এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ :-
() রিজিওনাল কনফারেন্স
() রিজিওনাল কমিটি এবং
() সদর দপ্তর
রিজিওনাল কনফারেন্স : ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স-এর অনুরূপ রিজিওনাল স্কাউটিং-এর একটি সাধারণ পরিষদ রয়েছে। প্রতিটি অনুমোদিত জাতীয় স্কাউট সংস্থার এ পরিষদ। প্রতি তিন বছর পর পর ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশনে বসে। প্রতি সদস্য দেশ হতে ৬ জন করে ডেলিগেট এই কনফারেন্সে যোগদান করেন।
রিজিওনাল কমিটি :  অনুমোদিত ২৪টি দেশের ১০ জন সদস্য রিজিওনাল কনফারেন্সে নির্বাচিত হয়ে থাকে। প্রতি ত্রৈবার্ষিক অধিবেশনে ৫ জন সদস্য অবসর গ্রহণ করেন এবং নির্বাচনের মাধ্যমে শূন্য পদ পূরণ করা হয়ে থাকে। প্রত্যেক সদস্যের কার্যকালের মেয়াদ ৬ বছর।
সদর দপ্তর : এই রিজিওনের বর্তমান পরিচালক হচ্ছেন ফিলিফাইনের Jose Rizal Pangilinan
Address:
   ODC International Plaza Building,
   219 Salcedo Street,
   Legaspi Village, Makati City 1229,
   Philippines.





Current members of the Regional Scout Committee  
Post
NSO
Name
terms
Chairman
2009–2015
Vice-chairman
   Nepal
Shree Ram Lamichhanne
2012–2015
Vice-chairman
Reiko Suzuki
2012–2018
Member
Azrul Azwar
2009–2015
Member
Sang Ho Shim
2009–2015
Member
Nicholas Tang
2009–2015
Member
Janaprith Fernando
2012–2018
Member
Paul Parkinson
2012–2018
Member
Wendel Avisado
2012–2018
Member
Abul Kalam Azad
2012–2018
Member
Sornsawan Ho
2012–2015
Member
Mohd Karim Bin Abudul Ghani
2012–2019


নিম্নলিখিত ২৪টি দেশের জাতীয় স্কাউট সংগঠন নিয়ে গঠিত।
দেশসমূহ হচ্ছে :-

অস্ট্রেলিয়া                                    কোরিয়া প্রজাতন্ত্র                  মালয়েশিয়া                           মালদ্বীপ                                      মঙ্গোলিয়া                          নেপাল
নিউজিল্যান্ড                                  পাকিস্তান                           পাপুয়া নিউ গিনি
ফিলিপাইন                                   বাংলাদেশ                          ভূটান
ব্রুনেই দারুসসালাম                          কম্বোডিয়া                           চীন
ফিজি                                          হংকং                               ইন্ডিয়া
ইন্দোনেশিয়া                                  জাপান                              কিরিবাতি
সিংগাপুর                                      শ্রীলংকা                            থাইল্যান্ড


এশিয়া-প্যাসিফিক রিজিওনের কার্যাবলি :
এশিয়া-প্যাসিফিক রিজিওন তার সাথে তালিকাভূক্ত বিভিন্ন জাতীয় স্কাউট সংগঠনসমূহের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে
() তালিকাভূক্ত জাতীয় স্কাউট সংগঠনসমূহকে প্রয়োজনীয় তথ্য উপদেশ প্রদান;
() প্রশিক্ষণ নীতিমালা নির্ধারণ জাতীয় স্কাউট সংগঠনের অনুরোধক্রমে উচ্চতর প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা;
() এশিয়া-প্যাসিফিক রিজিওনের জাম্বুরি, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, ইয়ুথ ফোরাম অনুষ্ঠান পরিচালনা;
() সদস্য জাতীয় স্কাউট সংগঠনসমূহের সাথে পত্রযোগাযোগ করে সম্পর্ক উন্নয়ন;
() স্কাউটিং সম্পর্কিত বই, বুলেটিং, পত্রিকা, হ্যান্ডবিল, লিফলেট ইত্যাদি প্রকাশ;
()  স্কাউটিং-এর উপর গবেষণা করা এবং গবেষণালব্ধ ফলাফল সদস্য জাতীয় স্কাউট সংগঠনসমূহে প্রেরণ করা; এবং
() সদস্য জাতীয় স্কাউট সংগঠনের কাছ থেকে বার্ষিক পরিসংখ্যান বার্ষিক প্রশিক্ষণ কার্যাবলির রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করে তা সমন্বয় করে বিশ্ব স্কাউট সংস্থায় প্রেরণ করা

সম্পাদনায় :
স্কাউটার নির্মল চন্দ্র শর্মা, .এল.টি (৭ম সি.এল.টি সম্পন্নকারী), বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল
Contact No. 01720849723   Email : nirmalsharma_61@yahoo.com












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন