আমায় বিদায়
দেওরে শ্রীদাম গুণের ভাই
হইব কিনা
হইব দেখা
ভাইরে
জন্মের মত দেইখে যাই।
অক্রুরের রথ
আইল
মথুরার সময়
হইল
সংগের ভাইরে
সুবল সখা
যাইবার কালে
দেওরে দেখা
হইব কিনা
হইব দেখা
ভাইরে
জন্মের মত দেইখে যাই।
ব্রহ্মাণ্ড
ঘুরিয়া আইলাম
ভাইরে
ভাইয়ার মত ভাইয়া নাই।
(আমার) মা যশোদা পিতা নন্দ
কার হাতে
সঁপিয়া যাই।
ভাইরে কার
হাতে সঁপিয়া যাই
শ্রীদাম
গুণের ভাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন