সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

সোনার বান্ধা জুড় কলসি



সোনার বান্ধা জুড় কলসি
 রূপার বান্ধা কান্দা লো

 সখি, কেনে আইলাম জলে
বাও নাই গো বাতাস নাই গো
কলসি নিল সুতে লো
সখি, কেনে আইলাম জলে।
জাল বাইয়া ঝালোর টান
কলসি দরিয়া দেয় লো
সখি, কেনে আইলাম জলে।
কলসি যদি দেই গো দরিয়া
কলসি যদি দেই গো অরবুলা
দিবা বিয়ার কবুল গো
সখি, কেনে আইলাম জলে।

(শ্যামার চর, দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন