সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

কালা কালা কুকিল কালা হায়রে



কালা কালা কুকিল কালা হায়রে
কালা মাথার কেশ

আর কি প্রাণে সয়।

কাইন্দা কাইন্দা যাইন সমলা
যাইন আপন বাপের দেশ
আর কি প্রাণে সয়।

আপন বাপে ভিন্ন বাসে
আপন কর্ম দোষে
আর কি প্রাণে সয়।

আপন ভাইয়ে ভিন্ন বাসে
আপন কর্ম দোষে
আর কি প্রাণে সয়।

(শ্যামার চর, দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন