সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

কই গেলায় ভাবী গো সময় গইয়া যায়



কই গেলায় ভাবী গো সময় গইয়া যায়
বাটা হলুদ জলদি আনো মাখো আমার গায়।

সকলে মিলিয়া তোমরা হলুদ মাখাইয়া
গোসল করাও এসে সবে কান্দাইও না আমায়।
বড় ভাবী বড় ভালা কান্দিয়া বেড়ায়
মেজ ভাবী পানের খিলি ঘন ঘন খায়।
হলুদ মাখিয়া দিয়া হাতে গাযে পায়
সেজ ভাবী পরে এসে মাথায় হাত বুলায়।

(জামালগঞ্জ, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন