সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

তুমি সাজ গো রাই ধনি,



তুমি সাজ গো রাই ধনি, বান্ধ মোহন বেণী
বেণীতে ধইরাছে ফণি।


তোমার মাথার টিকলীতে ঝলমল ঝলমল কইরাছে
বেণীতে ধইরাছে ফণি।

তোমার নাকের বেশরে ঝলমল ঝলমল কইরাছে
বেণীতে ধইরাছে ফণি।

তোমার কানের বেশরে ঝলমল ঝলমল কইরাছে
বেণীতে ধইরাছে ফণি।

তোমার গলার বেশরে ঝলমল ঝলমল কইরাছে
বেণীতে ধইরাছে ফণি।

তোমার হাতের চুড়িতে  ঝলমল ঝলমল কইরাছে
বেণীতে ধইরাছে ফণি।

তোমার গায়ের ওড়নাতে ঝলমল ঝলমল কইরাছে
বেণীতে ধইরাছে ফণি

তুমি কেমনে ভুলাইলা প্রাণ বন্ধু কালিয়ারে
শুনিয়া চমকিত আমি।

তুমি সাজ গো রাই ধনি, বান্ধ মোহন বেণী
বেণীতে ধইরাছে ফণি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন