ভোজনে বসিলা গৌরাচাঁদরে হরষিত হৈয়া
চারিদিগে বসে সবে মণ্ডলী করিয়া।
সুবর্ণ গ্লাস মাঝেরে সুবাসিত জল
স্বর্ণথালে শালির অন্ন করে ঝলমল।
কটরায় ব্যঞ্জন দিলারে করে সারি সারি
ঘৃত লবণ দিলা আনি স্বর্ণ পাত্রে ভরি।
শ্রীবিষ্ণু স্মরিয়া গৌরাচাঁদরে পঞ্চগ্রাসি কৈলা
একে একে পঞ্চ ব্যঞ্জন ভোজন করিলা।
তার শেষে কৈলারে দুগ্ধচাঁপা কলা
হাতে হাতে ভক্তগণে প্রসাদ লইলা
ভোজন করিয়া গৌরাচাঁদ কৈলা আচমন
সুবর্ণের খড়িকা দিয়া দশন মার্জন
মুখ শুদ্ধ কৈলা গৌরাচাঁদরে করিয়া তাম্বুল ভক্ষণ।
[দ্রষ্টব্য: গানে হিন্দু প্রভাব লক্ষণীয়।]
[দ্রষ্টব্য: গানে হিন্দু প্রভাব লক্ষণীয়।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন