আয় গো তোরা সবে মিলে যত সখিগণ
গঙ্গার ঘাটে স্নানে যায়
লক্ষ্মী-নারায়ণ।
ধান্য দুর্বা তৈল সিন্দুর করি আয়োজন
গঙ্গাকে পূজিতে লইলা পুষ্প আর চন্দন।
আসিলেন পুরোহিত আনন্দিত মন
স্বর্ণকুম্ভ লয়ে বধু করিলা গমন।
মঙ্গল জুকাড় গীত গায় নারীগণ
মধু বলে গঙ্গার ঘাটে গেলা সর্বজন।
[ দ্রষ্টব্য: গানটি হিন্দু রীতির।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন