সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

সাজাও গো সজনী, গিরিরাজ নন্দিনী



সাজাও গো সজনী, গিরিরাজ নন্দিনী
বান্ধ গো বিনোদ বেণী

এ গো সিঁথির উপরে, ঝলকে সিন্দুরে
কাজল পরাও গো ধনি।
কর্ণের কুণ্ডলে, কি সুন্দর দোলে
গলায় মোহনমালা
হাতে স্বর্ণ চুড়ি আহা মরি মরি
শঙ্খ পরাইয়া দিলা।
সেমিজ আনিয়া, যতনে পরাইয়া
তাহার উপরে শাড়ি
আলতা চরণে
দিলা সখিগণে
মধু কয় কি শোভে হেরি।

[দ্রষ্টব্য: গানটি মুসলিম বিয়েতে কন্যা সাজাতে গাওয়া হয়।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন