সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

আরে ও রসের কানাইয়া



আরে ও রসের কানাইয়া
আজি তুমারে দিব সাজাইয়া

ওরে আজি তুমারে দিব সাজাইয়া।

আবের কাকই দিয়া
তেড়া সীতা কাটিয়া
ওরে তার উপরে চূড়া দিব বসাইয়া।

অলকা তিলক দিব
কর্ণেতে কুণ্ডল পরাব
ওরে মোহনমালা দিব গলে পরাইয়া।

হাতে বয়লা দিয়া
অঙ্গুরী যে পরাইয়া
ওরে শার্ট-কোর্ট দিব গায়ে লাগাইয়া।

পেন্ট তোমায় পরাব
সিল্কের চাদর গায়ে দিব
ওরে সোনার নূপুর দিব মধু পরাইয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন