সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

আর্তনাদ


      আর্তনাদ
কে বলে আমার মস্তক নেই?
আছে তো !
কেন, দেখো না?
পক্ষ কিংবা কোন কোন সপ্তায়-
ঝোপ বুঝে উড়ে এসে বসে যায় ধড়ে,
কাজসেরে আবার ছিটকে যায় দূরে


আমি কিন্তু দিব্য আছি-
খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি;
দশজনের দশ কাজ করেও দিচ্ছি
না, আমার কোন সমস্যাই হচ্ছে না
(সমস্যার কথা বললে শুনেইবা কে?)
চলতে তো হবেই, চলবো না?
তবে মাঝে মাঝে অনুভব করি,
বুকের বাপাশটায় চিন্ চিন্ ব্যথা হয়
হাত-পা তেমনই চলছে তবে বেশ দুর্বল
কারণ- পেটে কিছু পড়ে নি তো!
সেই কবে থেকে একেবারে খালি
ভেবো না আমি কোন জন্তু জানোয়ার,
আমি সৃষ্টির সেরা জীব,
নতুবা তেমনই কোন প্রতিষ্ঠান
ভাবছো, আমি কীভাবে আছি এখন-
জবেহকালে মস্তকছিন্ন রাতা-মোরগ ছুটে চলে যেমন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন