সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

লাখো লাখো হাত খুলেছে আজিকে ভীরুতা খিল (Laakho laakho haat) - Pintu Bhattacharya


লাখো লাখো হাত খুলেছে আজিকে ভীরুতা খিল (Laakho laakho haat) - Pintu Bhattacharya


কথা ও সুর: পিন্টু ভট্টাচার্য্য


লাখো লাখো হাত
খুলেছে আজিকে ভীরুতা খিল
রাজপথে-পথে উত্তাল
তাই জনমিছিল।।




হাজার কন্ঠ দাবী করে আজ
শাস্তি চাই, শাস্তি চাই
বজ্রকন্ঠে উঠেছে আওয়াজ
বিচার চাই, বিচার চাই
শাস্তি চাই, বিচার চাই
হত্যাকারীর বিচার চাই ।।


শহীদের ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সাড়া
ভূমিকম্পে দৈত্যপুরী দিয়েছে নাড়া,
একটি ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সাড়া
ভূমিকম্পে দৈত্যপুরী দিয়েছে নাড়া।


হাজার হাতে মশাল জ্বলে
দীপ্ত ক্রোধ
ঘৃণার আড়ালে হারিয়ে গিয়েছে
আজকে শোক
দৃপ্ত শপথে ঘোষণা তাই
হত্যাকারীর বিচার চাই
।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন