স্কাউট প্রার্থনা সঙ্গীত
(1)
বাদশাহ্ তুমি দ্বীন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার, হে পরওয়ার দেগার।
চাঁদ, সুরুজ আর গ্রহ তারা, জ্বীন ইনছান আর ফেরেশতারা
দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পরওয়ার দেগার ।
তোমার নূরের রৌশনী পরশী, উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙ্গিন হয়ে উঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরওয়ার দেগার।
এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে, তোমারি কাছে করুণা যাচে
তোমারি মাঝে মরেও বাঁচে জীবন সবার, হে পরওয়ার দেগার।
(২)
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী,
যত গুণ-গান হে
চির মহান, তোমারি অন্তর্যামী ।
দ্যুলোকে ভূলোকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণাকামী
অনন্ত অসীম……………..।
সরল সঠিক পূণ্য পন্থা, মোদেরে দাওগো বলি,
চালাও সে পথে যে পথে তোমার, প্রিয়জন গেছে চলি,
যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ,
হে মহাচালক, মোদের কখনো করোনা সে পথগামী।
(৩)
হে খোদা দয়াময়, রহমান রহিম
হে বিরাট হে মহান হে অনন্ত অসীম ।।
নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি,
চির অন্ধকারে তুমি ধ্রুবজ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।
তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন পালন ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদিম ।
আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নূরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার রোজ হাশরের দিন,
চাই করুণা তোমারি ওগো হাকিম।
সম্পাদনায় :
স্কাউটার নির্মল চন্দ্র শর্মা, এ.এল.টি (৭ম সি.এল.টি সম্পন্নকারী), বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল।
Contact No.
01720849723 Email :
nirmalsharma_61@yahoo.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন