সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

শ্রীশ্রীচণ্ডী কথা

শ্রীশ্রীচণ্ডী-কথা




শ্রীশ্রীচণ্ডী একজন দেবীর নাম শ্রীশ্রীচণ্ডী একটি গ্রন্থেরও নাম, যে গ্রন্থের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন দেবী চণ্ডী বা চণ্ডিকা অর্থাৎচণ্ডীর কথা বা দেবী মাহাত্ম্য যে গ্রন্থে আছে সেই গ্রন্থকেওচণ্ডীবলে দেবী চণ্ডীর পূজার যেমন বিধি আছে, চণ্ডীগ্রন্থেরও সেরূপ পূজাবিধি আছে চণ্ডীগ্রন্থ যেন চণ্ডীদেবীর প্রতীক মা চণ্ডী যেমন আমাদের পরম শ্রদ্ধেয়, চণ্ডীগ্রন্থ তেমনই আমাদের পরম শ্রদ্ধার বস্তু চণ্ডীগ্রন্থ বিধিমত পূজা করে চণ্ডী পাঠ করতে হয়; তবেই চণ্ডী পাঠের ফল পাওয়া যায় চণ্ডীগ্রন্থের বর্ণনীয় বিষয় দেবী মাহাত্ম্য গ্রন্থের সঙ্গে গ্রন্থের বিষয় অভিন্নভাবেচণ্ডীনামে গাঁথা আছেচণ্ডীনাম উচ্চারণ করলেইচণ্ডীগ্রন্থ ওচণ্ডিকাদেবীদুটি ভাবই হৃদয়ে ভেসে ওঠে