সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

বিয়ার কালা কাইটা কালাচান গো



বিয়ার কালা কাইটা কালাচান গো
বিয়ার মারুল গারে

সকলের আছে ও গো মায়া
সবার সুন্দর ভইনিরে
আমার নাই ও গো মায়া
সবার সুন্দর ভইনিরে
সকলের বিয়াও হাসি খুশি করে
আমার না বিয়াও না গো মায়া
রিমিঝিমি করে।
( কালা= কলাগাছ, কাইটা= কেটে, বিয়ার মারুল গারে= বিয়ার গেইট তৈরি করে।)
(শ্যামার চর, দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন