সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

আয়না জ্বলে আশিক না জ্বলে গো লিলাই



আয়না জ্বলে আশিক না জ্বলে গো লিলাই
জ্বলে মোমের বাতি।

আমি যাইমু ঐ লংকার পারে গো লিলাই
তুমি থাইকো ঘরে।
দিয়া যাইমু ঐ হাতের আংটি গো লিলাই
রাখিও যতনে।
আমার কথা মনে হইলে গো লিলাই
টানদি লইও হাতে।

আয়না জ্বলে আশিক না জ্বলে গো লিলাই
জ্বলে মোমের বাতি।

আমি যাইমু দূর বাণিজ্যে লিলাই
তুমি থাইকো ঘরে।
দিয়া যাইমু মাথার পাগড়ী গো লিলাই
রাখিও যতনে।
আমার কথা মনে হইলে গো লিলাই
টানদি লইও হাতে।

( দিরাই ও শাল্লা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন