সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

নাইলার শাক তুলিতে



নাইলার শাক তুলিতে
করভুলারে খাইলো জংলার বাঘে
আমার আউশের করভুলারে ।


শিগগির করিয়া যাও মায়া তুমি ডাক্তারের বাড়ি।
শিগঘির করিয়া গিয়া দেখি ডাক্তার নাই গো বাড়ি
ও আমার আউশের করভুলারে ।

তাড়াতাড়ি করিয়া যাও গো মায়া উঝারের বাড়
তাড়াতাড়ি গিয়া দেখি উঝার নাইরে বাড়ি
ও আমার আউশের করভুলারে ।

নাইলার শাক তুলিতে
করভুলারে খাইলো জংলার বাঘে
আমার আউশের করভুলারে ।

নাইলার শাক = পাটের শাক

(শ্যামার চর, দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন