সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

অ’রিণ (হরিণ) শিকারে যাইবায় নি



অ’রিণ (হরিণ) শিকারে যাইবায় নি বা রাজা
পন্থে শুনি আজব বেলুয়ার কান্দন গো।

কিসের লাগি কান্দো কইন্যা গো কইয়া বুঝাও মোরে গো।

সাত ভাইয়ের বউ-এর জ্বালায় কান্দি জারে জারে গো।
আমি নিলে যাইবায় নি গো বেলুয়া
আমি নিলে বানাইমু বেলুয়া বড় ঘরের ছায়বানী গো।

মা-ও আইয়া পুছার করইন
ও পরানের বাচাই রে
তুমি কার ঘরের ময়না চুরি করছো রে?

চাচী আইয়া পুছার করইন
ও পরানের বাছাইরে
তুমি কার ঘরের চুয়া-ময়না জুড় (জোড়) ভাঙ্গিছ রে?

আনছি আনছি মাইজী গো
আনছি আনছি চাচী গো
তুমারও খেজমতের লাগি গো।

(জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন