অ’রিণ (হরিণ) শিকারে যাইবায় নি বা রাজা
পন্থে শুনি আজব বেলুয়ার কান্দন গো।
কিসের লাগি কান্দো কইন্যা গো কইয়া বুঝাও মোরে গো।
সাত ভাইয়ের বউ-এর জ্বালায় কান্দি জারে জারে গো।
আমি নিলে যাইবায় নি গো বেলুয়া
আমি নিলে বানাইমু বেলুয়া বড় ঘরের ছায়বানী গো।
মা-ও আইয়া পুছার করইন
ও পরানের বাচাই রে
তুমি কার ঘরের ময়না চুরি করছো রে?
চাচী আইয়া পুছার করইন
ও পরানের বাছাইরে
তুমি কার ঘরের চুয়া-ময়না জুড় (জোড়) ভাঙ্গিছ রে?
আনছি আনছি মাইজী গো
আনছি আনছি চাচী গো
তুমারও খেজমতের লাগি গো।
(জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন