সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

আমার বাড়ি যাইও তুমি



আমার বাড়ি যাইও তুমি
আমার বুয়াইর বিয়া লো ভইনারী
কাইল বিয়ানে আইবা দুলা ভাই।


তুমার পুয়া পুড়ি লগে লইও
আর তুমার জামাই লো ভইনারী
কাইল বিয়ানে আইবা দুলা ভাই।

জিরা কাটা গুয়া নিও দিমুনে খাওয়াই
তুমিও খাইবায় দুলার লগে
দাওয়াত দিয়া যাই লো ভইনারী
কাইল বিয়ানে আইবা দুলা ভাই।

আমার ভইনর জামাইয়ে হুনছি লেখাপড়া জানে
পাড়ার মানুষ খুশি থাকইন দুলা ভাইর গানে লো ভইনারী
কাইল বিয়ানে আইবা দুলা ভাই।

কাইল বিয়ানে যাইও তুমি দাওয়াত দিয়া যাই
গীতও হুনমু দুইও জনে সুযুগ যদি পাই লো ভইনারী
কাইল বিয়ানে আইবা দুলা ভাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন