সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

বাদ্যি বাজে আমার আনোলে



বাদ্যি বাজে আমার আনোলে
বাদ্যি বাজে আমার বিনোলে

বাদ্যি বাজে আমার মামা শ্বশুর দেশে।
বেশি টেকা লইয়া বাবাজী কি কারণ
বেশি টেকা লইয়া বাবাজী দূরে দিসলাইন বিয়া
ধারের খবর আমি রোজই পাই
দূরের খবর থাকি।
উইরে আই দয়াল বাবাজীর দেশে।
আনো আনো কট্টার বিষ, খাইয়া মরি আমি
অচম্ভিশ পুরাইয়া যাইগো আমি
দয়াল বাবাজীর গলার জঞ্জাল

(শ্যামার চর, দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন