সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

আ’টও (হাটও) পিছলা, ঘাটও পিছলা




আ’টও (হাটও) পিছলা, ঘাটও পিছলা আরও পিছলা মাটি গো
এমনও যন্ত্রণার মাঝে কেমন করে রই গো।

পিছলা ঘাটে আছাড় খাইয়া কলসি ভাইঙ্গা যায় গো
এমনও যন্ত্রণার মাঝে কেমন করে রই গো।
বাপের বাড়ির পিছে আমার কুমারিয়ার ঘর গো
নাইওর গেলে আইন্যা দিমু কুমারিয়ার হাছি গো।
এমনও যন্ত্রণার মাঝে কেমন করে রই গো।
পিছলা ঘাটে আছাড় খাইয়া কোমর ভাইঙ্গা যায় গো
কাল নাগিনী নন্দের কথায় ঘরের বাইর অইলাম (হইলাম) গো।
এমনও যন্ত্রণার মাঝে কেমন করে রই গো।

(জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন