সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

কইন্যা গো আ’রির ঘরে না যাইও



কইন্যা গো আ’রির ঘরে না যাইও
প’রির ঘরে না যাইও

দয়াল আম্মা ও চাচীরে গালি না শুনাইও।
কইন্যা গো সকলের আগে উঠিয়া
সকলের আগে রান্ধিয়া
সকলের শেষে খাইও
দয়াল চাচীরে গালি না শুনাইও
দয়াল আম্মারে গালি না শুনাইও।
কইন্যা গো তোমার বাবার শখ, দূরে না দিবা বিয়া
আইতে যাইতে দেখতা তোমার চন্দ্র মুখ।
কইন্যা গো তোমার বড় ভাইয়ের বড় শখ, কাছে দিতা বিয়া
আইতে যাইতে দেখতা তোমার চন্দ্র মুখ।

কইন্যা গো আ’রির ঘরে না যাইও
প’রির ঘরে না যাইও
দয়াল আম্মা ও চাচীরে গালি না শুনাইও।


(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন