সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

ঘুম থনে উঠিয়া দামান্দে না খাইন দানা পানি



ঘুম থনে উঠিয়া দামান্দে না খাইন দানা পানি রে
আইজকে রাইতে স্বপ্নে দেখছইন কমলা সুন্দরী রে


যুদি বাবাজী না করাও বিয়া কমলা সুন্দরীরে
গরু রাখা যাইমু আমি কমলার বাবার বাড়ি রে।
টেকা নাই মোর পয়সা নাই; কি করাইমু বিয়া রে!

হালের বলদ বেইচ্চা বাবাজী আমারে করাও বিয়ারে
যুদি মাইজী না করাও বিয়া কমলা সুন্দরীরে
বকরী রাইখ্যা খাইমু আমি কমলার ভাইয়ের বাড়ি রে।

সুনা (সোনা) নাই রূপা নাই বাবা; আমি কি দিয়া করাইমু বিয়া!
পিন্দের শাড়ি বেইচ্চা মাইজী আমারে করাও বিয়া।

(শাল্লা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন